তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর হতে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে "সেন্ট্রাল এইড ম্যানেজমেন্ট সিস্টেম (CAMS)" সফটওয়ার প্রস্তুত করা হয়েছে এবং এই সফটওয়ারের মাধ্যমে তথ্য সংগ্রহ করে সারাদেশের প্রায় ৫০ লক্ষ মানুষকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
এছাড়াও করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রমকে কার্যকর করার লক্ষ্যে ভ্যাকসিন যথাযথভাবে বিতরণ, টীকা প্রত্যাশীগণের নিবন্ধন ও নিরীক্ষণ এবং সার্বিক ব্যবস্থাপনার স্বার্থে "সুরক্ষা" সফটওয়ার ও মোবাইল এপ্লিকেশন প্রস্তুত করা হয়েছে।
“সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন” শীর্ষক প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৪১৭৬ টি কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে এবং আরও ৫০০০ ল্যাব স্থাপনের প্রক্রিয়া চলমান ।
জেলা ও উপজেলা পর্যায়ে ই-ফাইলিং (ই-নথি) সিস্টেমের ব্যবহার বৃদ্ধি ও কার্যকর ব্যবহারের উদ্দেশ্যে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং কার্যক্রম চলমান রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস